বিশেষ প্রতিনিধি
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাসায় ঈদ শুভেচ্ছা জানাতে গিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে সহকর্মীদের সঙ্গে নিয়ে মুগ্ধের বাসায়
যান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রুহুল কবির রিজভী’কে নিজ বাসায় পেয়ে ঈদের দিনে আবেগআপ্লুত মীর মুগ্ধের পিতা।
তিনি বলেন,আমার ছেলে মুগ্ধ’র জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন; ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।
এসময় ছাত্রদলের সহ সভাপতি আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।