এন্টারটেইনমেন্ট ডেস্ক
নব্বই দশকের শেষদিকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কাওসার আহমেদ চৌধুরীর কথা আর নকীব খানের সুরে ‘এলোমেলো’ গানটি দিয়ে আলোচনায় আসেন গায়ক নাফিস কামাল। এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন রোমান্টিক গান ‘এখনও সেই পথে’। গানচিল, প্রথম আলো অনলাইন, স্বাধীন মিউজিক ও নাফিস কামালের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও স্পটিফাইসহ সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে গিয়ে শ্রোতারা গানটি শুনতে পারবেন।
গানের কথা ও সুর আসিফ আলতাফ, সংগীত আয়োজনে পাভেল আরিন এবং প্রযোজনায় ইয়াসির মাহমুদ খান। গানটি ভিডিও নির্মাতা ইশতিয়াক মাহমুদ ও প্রযোজক ব্ল্যাঙ্কবক্স। ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে শিল্পী নাফিস কামাল ও আজমেরী আশাকে।