এন্টারটেইনমেন্ট রিপোর্ট
এবার ঈদে অভিনেতা মিজান চৌধুরীকে দেখা যাবে ১৪টি নাটকে। মোস্তাফিজুর রহমান গুরু পরিচালনায় ‘সৎ ছেলের ভালবাসা’, ‘অভাবী ছেলের সংসার’, ‘ফকির পরিবারের ঈদ’; আজিম খানের পরিচালনায় ‘লোভী মা’, ‘আবুলের ডিস্কো বউ’, ‘মায়ের সম্মান’; আইয়ুব আলী খানের পরিচালনায় ‘রক্তের টান’, ‘বেইমান প্রবাসী’, ‘মামা ভাগ্নের এক বউ’, রাজু আহমেদেও ‘ধনী গরীবের ঈদ’, ‘গরীবের রোজা’ ইত্যাদি।
এর আগে এস এম শাহীন পরিচালিত ধারাবাহিক নাটক ‘একটি শহর একটি গ্রাম’ ও শাফিন আহম্মেদেও ‘লাভ স্পোর্টস’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান এ অভিনেতা।