বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও থেমে নেই বন্দর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের জরুরী সেবা, এমনটাই জানা গেছে। আর এ জরুরী সেবা চলমান থাকায় স্থানীয় জনগণ আগ্রহের সাথে সেবা গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বন্দর উপজেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে ৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়। এসময় সেবাকেন্দ্র সমূহ থেকে নিরাপদ প্রসব সেবা, প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
ধামগড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে ঈদের আগের দিন ১জন ও ঈদের দিন ১ জন মোট দু’জনকে নিরাপদ প্রসব সেবা প্রদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা খোদেজা আক্তার এবং সার্বিক সহযোগিতা করেন পরিবার কল্যাণ সহকারী সালমা আক্তার (সিএসবিএ), পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আক্তার স্বর্না ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আসাদ মাহমুদ (শান্ত)। এছাড়াও উপজেলা বিভিন্ন সেব্য কেন্দ্র থেকে এ.এন.সি, পিএনসি ও পরিবার পরিকল্পনা বিভিন্ন পদ্ধতি সেবা চলমান রয়েছে বলে জানা গেছে।
সরকারী ছুটির দিনে জরুরী সেবা ছাড়া সকল বহিঃবিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকে। ব্যতীক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সেবা কেন্দ্র থেকে সেবা প্রদান করায় সেবা গ্রহীতাগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং স্থানীয় জনগণ এধরনের সেবা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেবা কেন্দ্রসমূহে কার্যক্রম তদারকী করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায় ও উপজেলা মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি ডা. সোনালী আক্তার। সকল কার্যক্রম নির্দেশনা ও তত্ত্বাবধান করেন
পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক মোঃ মোজাম্মেল হক এবং পরিবার পরিকল্পনা, নারায়ণগঞ্জের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম।
এদিকে বন্দরের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মালম্বীদের দুই দিনব্যাপী মহাষ্টমী পুণ্যস্নান উৎসবে পরিদর্শকের দায়িত্ব পালন করবেন ধামগড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আসাদ মাহমুদ (শান্ত), এমনটাই জানা গেছে।