নারায়ণগঞ্জ প্রতিনিধি
র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন,ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদ ও নিবিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য ঢাকা- সিলেট ও ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব।
তিনি আরও বলেন, পুরো রমজান মাস জুড়ে র্যাব তৎপর ছিল বলেই চুরি, ডাকাতি ও ছিনতাই অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। র্যাব এ টহল কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময় অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভীর থাকে সে সময়ও যেন অপরাধীরা কোন অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে প্রতিটি বিনোদন কেন্দ্রে র্যাব সজাগ দৃষ্টি রাখছে। শনিবার দিবাগত রাত ১২ টায় নারায়ণগঞ্জের সাদ্দাম মার্কেটের সামনে চেকপোস্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মহাসড়কে ছিনতাই, ডাকতি রোধে নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা নোয়াখালী সহ দশটি স্পটে র্যাবের টহল ও চেকপোষ্টের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে। কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি করেছে।
এসময় উপস্থিত ছিলেন, র্যাব ১১এর সিও লে.কর্নেল একেএম সাজ্জাদ হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা।