Jaijaidin

ইসির বৈঠকে অংশ নেননি ৯ দেশের মিশনপ্রধান

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

ঢাকায় ওআইসিভুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ বৈঠকে অংশ নিয়েছেন কেবল ১০টি দেশের মিশনপ্রধান। সৌদি আরব, কাতারসহ ৯টি দেশ বৈঠকে অংশ নিতে তাদের রাষ্ট্রদূত বা কোনো প্রতিনিধি পাঠায়নি।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি জানায়, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে অংশ নিয়েছে- আলজেরিয়া, ব্রুনাই, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

যেসব দেশের মিশন প্রধানরা ইসির ডাকে সাড়া দেয়নি সেই দেশগুলো হলো- ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ ও ওমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশনের পক্ষ থেকেও বরাবরই জানানো হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয় পক্ষই ব্রিফ করার কথা রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *