Jaijaidin

ইনশাআল্লাহ আমরা উইন খরমু, বড় স্বপ্ন আছে : সিলেটে হামজা চৌধুরী

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে ফেরা হামজা চৌধুরীকে নিয়ে তখন সিলেট ওসমানী বিমানবন্দরে ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বাফুফে কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

তার মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেন। কিন্তু বিমানবন্দরের ভিআইপি গেইটে তখন শত শত ক্যামেরা, মোবাইল ফোন আর মানুষের ভিড়। অনবরত ‘হামজা-হামজা’ স্লোগান। সবাই যেন হামজার মুখ থেকে কিছু শুনতে চাইছেন।

তবে ফুটবলার হামজা শোনাবেন কিভাবে? চারপাশের ঢাক-ঢোলের শব্দ আর ‘হামজা-হামজা’ স্লোগানে কান ঝালাপালা হওয়ার অবস্থা।

তখন কে কী বলছে সেটা বোঝাও মুশকিল। সবাইকে শান্ত করার চেষ্টা চালালেন হামজার আশপাশে থাকা কয়েকজন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ওই কোলাহলের মধ্যেই প্রশ্ন নিলেন হামজা, যার কিছুই ভালোভাবে বুঝা যাচ্ছিল না। তবে ভক্তদের দেখে হামজার মুখে হাসি লেগেই ছিল।

২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র তার বাংলাদেশে আসা। হবিগঞ্জে তার পৈত্রিক ভিটা। সেখানেই স্ত্রী-সন্তানদের নিয়ে থাকবেন তিনি।

খেলার বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে হামজা সিলেটি ভাষায় বললেন, “ইনশাআল্লাহ, আমরা উইন খরমু।”

এ সময় দেশে ফেরা এবং মানুষের ভিড় নিয়ে জিজ্ঞেস করা হলে হামজা বলেন, “অ্যামাজিং, অ্যামাজিং”। সঙ্গে ইংরেজিতে যোগ করেন, “অনেক দিন পর ফিরলাম। আমি রোমাঞ্চিত।”

হামজা চৌধুরীর এবারের ফেরা একটু ভিন্ন। এবার তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজার বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর থেকেই অপেক্ষার ক্ষণ গোনা শুরু সমর্থক, আর নিজের গ্রামের মানুষদের।

হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার; এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

খেলার বিষয়ে জিজ্ঞাস করা হলে প্রথমে হট্টগোলের কারণে বুঝতেই পারেননি হামজা। নিজেই পাল্টা জিজ্ঞেস করেন, “আমি বুঝছি না, বুঝছি না।”

এরপর আবার বুঝিয়ে বললে হামজা বলেন, “ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশাআল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।”

আরও প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন হামজা। তবে বাফুফে কর্মকর্তারা তাকে সরিয়ে নিয়ে যান। সিলেট বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে হবিগঞ্জের দিকে রওনা দেন হামজা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *