Jaijaidin

ইতিহাস বিভাগের জাবি জয়

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে রাজধানীর পল্লবী স্পোর্টস অ্যারেনায় দুই দিন ব্যাপী ‘জেইউ ফুটসাল টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে গতকাল রাতে ফাইনালে টাইব্রেকারে অর্থনীতিকে হারিয়ে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন হয়।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন ইতিহাস বিভাগের হয়ে খেলেন। আরেক সাবেক ক্রিকেটার ও বর্তমানে দেশের শীর্ষ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল গত দুইদিনই ইতিহাস বিভাগের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন।

ক্রিকেটার ছাড়াও শহীদ হোসেন স্বপনের মতো সাবেক জাতীয় ফুটবলারের পাশাপাশি শামীম, ফারুক, মঞ্জুর মতো অভিজ্ঞরা যেমন ছিলেন; তেমনি রাশেদ, রবি, সোহেল ও কনকের মতো দেশের শীর্ষ পর্যায়ে খেলা তরুণরাও ছিলেন ইতিহাস বিভাগের মূল শক্তি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগের তুলনায় ইতিহাস বিভাগে পেশাদার খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল। তাই সাবেক শিক্ষার্থীদের বিভাগভিত্তিক টুর্নামেন্টে ইতিহাসই অলিখিত ফেভারিট। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সহজে জিতলেও ফাইনালে সাবেক ফুটবলার হিরু ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অসাধারণ খেলা রেজা- মাসুমের অর্থনীতি দুর্দান্ত ফুটবল খেলেছে। তারকাসমৃদ্ধ দল নিয়েও ইতিহাসকে নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে রুখে দেয় তারা। টাইব্রেকারে অর্থনীতি একটি মিস করলেও; রাশেদ, মুকুল, সোহেল ও কনক চারজনই গোল করলে ইতিহাস চ্যাম্পিয়ন হয়।

ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন অর্থনীতি বিভাগের রেজাউল রেজা। টুর্নামেন্টের জয়-পরাজয় নিছকই আনুষ্ঠানিকতা। খেলা উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা–ই স্বার্থকতা। তাই অর্থনীতির সাবেক শিক্ষার্থী ও সাবেক ফুটবলার হিরো পরাজিত হয়েও ইতিহাস বিভাগের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। আবার সানোয়ার-মুকুল চ্যাম্পিয়ন দলে থেকেও অর্থনীতির খেলোয়াড়দের রানার্সআপ পদক পরিয়ে দেন। চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের অন্যতম আয়োজক সাখাওয়াত হোসেন শিপন। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির অন্যতম দেবাশীষ চ্যাটার্জি।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১৬ বিভাগ চার গ্রুপের এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে ওঠে। গতকাল সেভেন এ সাইড টুর্নামেন্টের কোয়ার্টার, সেমি ও ফাইনাল অনুষ্ঠিত হয়। অর্থনীতি সেমিফাইনালে সরকার ও রাজনীতিকে এবং ইতিহাস প্রত্নতত্ত্বকে হারিয়ে ফাইনালে ওঠে। সাবেক শিক্ষার্থীরা ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টের দুটি সফল আসরের পর এবার প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল।

TAGGED:
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *