Jaijaidin

আসিফ মাহমুদের ছাড়িয়ে আনা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিলের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এক ব্যক্তি। লুঙ্গি ও টি-শার্ট পরা, ঘাড়ে গামছা রাখা ওই লোকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা দাবি করেন, তিনি একজন রিকশাচালক। তার মুক্তি দাবি করেন অনেকে।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনার খবর জানান শুক্রবার সন্ধ্যার দিকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই লোকের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন আসিফ মাহমুদ।

ওই পোস্টে আসিফ জানান, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন।

এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন।

তিনি আরো জানান, পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে এরেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে যুব উপদেষ্টা আরো বলেন, ৫ আগষ্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিলো। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তাঁরা সব বোঝে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *