Jaijaidin

আরাফাত রহমান কোকোর শ্বাশুড়ি মারা গেছেন

Shah Alam Soulav
1 Min Read

বিশেষ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শ্বাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই। রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩.৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মৃত্যুকালে মরহুমা এসইউএফ মুকরেমা রেজার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। যিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

নজরুল ইসলাম আজাদ জানান, আজ রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য যে, মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। দেশে ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। শর্মিলা রহমান সিঁথির পিতা মরহুম এমএইচ হাসান রাজা।
এদিকে এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *