Jaijaidin

আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আন্দোলন চলবে : শিক্ষকদের প্রতিনিধিদল

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

স্মারকলিপি জমা দিতে শিক্ষক প্রতিনিধিদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বদলে তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউ না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ১০ম গ্রেড প্রত্যাশী আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একইসঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আর সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি। এটি ‘শুভঙ্করের ফাঁকি’। এমন ঘটনায় আমরা অবাক হয়েছি। আপাতত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকি সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বিকেল ৫টার পর শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে যমুনায় স্মারকলিপি জমা দিতে যান শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন— মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম এবং খায়রুন নাহার লিপি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *