বিশেষ প্রতিনিধি
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। এ জন্য বর্তমান সরকারকে উদ্যাগ নিতে হবে।
ধবার (২২ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করা হবে। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে মতামত উপস্থাপন করব।
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছেন, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আছি তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগনের কল্যাণ করার জন্য চেষ্টা করব।’