Jaijaidin

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, চালকের বাড়িঘরে হামলা ভাংচুর

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু হয়েছে । এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী চালকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

মঙ্গলবার রাত ১২:১০  মিনিটে গোপালদী পুলিশ ফারির কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন(৩৮) নরসিংদী জেলার মাধবী থানার  চরভাসানিয়া এলাকার সুবান মিয়ার ছেলে ও গোপালদী এলাকার  আজিজের পাওয়ারলুমের কর্মচারী।

সোমবার দিবাগত মধ্যরাতে আনোয়ার কারখানার সামনে পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় গোপালদী পৌরসভা এলাকার হান্নানের ছেলে মোটরসাইকেল চালক ইমন(২০) বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালিয়ে আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। উক্ত ঘটনায় আনোয়ার হোসেন(৩৮) চালক ইমন(২০) ও অজ্ঞাত মোটরসাইকেল আরোহী সহ‌ ৩জন গুরুতর আহত হয়।

এ সময় করখানার শ্রমিক ও স্থানীয় জনগণ আনোয়ারকে উদ্ধার করে আড়াইহাজার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে প্রেরণ করে। নিউরো সাইন্স হাসপাতালে থেকে আনোয়ারকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঢামেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

গোপালী ফাঁড়ীর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালমর্গে প্রেরণ করেছে। উক্ত ঘটনায় মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা মোটরসাইকেল চালক ইমনের বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *