Jaijaidin

আওয়ামী লীগের ২ নেতা ও ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

জুলাই আন্দোলনের সময় রাজধানীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে দুজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ছয়জন পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (২৭ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন বি এম সুলতান মাহমুদ। এসময় প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, মনোয়ার হোসেন তামিম, এস এম মইনুল করিম ও শাইখ মাহদী উপস্থিত ছিলেন।

পরে এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে দুজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। আর বাকি ছয়জন পুলিশ।

তিনি বলেন, ঢাকায় সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন। পিটিশনে আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *