Jaijaidin

অসহায় সাতশ’ জনকে শীতবস্ত্র দিয়েছে বিজিবি

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র রিপোর্ট

অসহায় ও শীতার্ত দ্ররিদ্র সাতশ’ মানুষকে শীতবস্ত্র দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শীতবস্ত্র পেয়ে খুবই খুশী অসহায়রা। অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার সকালে বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি), আইসিটি ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড হাসপাতালের তরফ থেকে রাজধানী ঢাকার নবাবগঞ্জ পার্কের আশেপাশে বসবাসরত অসহায় ও শীতার্ত ৭০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। বিজিবির ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব ও বাহিনীটির আরেক উপ-অধিনায়ক মেজর মো. ফেরদৌস ইসলামের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে মেজর আবরার আল মেহবুব সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই সামনের সারিতে থেকে অগ্রণী ভ’মিকা পালন করে আসছে। একই সঙ্গে বাহিনীটি ঐহিত্য অনুযায়ী অসহায় মানুষকে সবসময়ই সেবা প্রদান করছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। এতে প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বিজিবির এমন মানবিক কাজ অতীতেও ছিল। বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *