জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, অবিলম্বে নির্বাচনের ডেটলাইন ঘোষনা করুন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বরদাশ করা হবে না, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংবিধান হিসেবে ৯০দিন। যেহেতু সাংবিধানিক ভাবে এ সরকার গঠন হয় নি। আমরা ধরে নিয়েছি এ সরকারকে আমরা সমর্থন করবো, করেছি, করতেছি, যে তারা সংস্কার শেষ করে একটি নির্দিষ্ট সময় নির্বাচন দিবে। কিন্তু এখন দেখছি মাঝখানে অনেক গতি পরিবর্তন হচ্ছে। একেক সময় একেক দিকে যাচ্ছে। আর এর মাঝে আমরা লক্ষ্য করছি পতিত স্বৈরাচারের দোষররা একেক সময় একেক নামে আবির্ভাব হচ্ছে। কখনো শাহবাগে আবির্ভাব হয়, কখনো প্রেসক্লাবে আবির্ভাব হয়, আবার কখনো সচিবালয়ে আবির্ভাব হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতাছে এবং তারা নির্বাচনকে বানচাল করা চেষ্টা করতাছে। নির্বাচনকে দীর্ঘায়িত করার প্রক্রিয়ার সাথে একটি বিশেষ মহল যুক্ত হয়ে জনগনের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।
শুক্রবার (১৪মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুরের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কোন টালবাহানা চলবে না। সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলেই সংস্কার শেষ করা যাবে না। যখন যেটা সংস্কারের প্রয়োজন তখন সেটা সংস্কার করতে হবে। অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য এডভোকেট হারুন অর রশিদ ব্যাপারী।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, ফখরুল ইসলাম স্বপন, এড. জহির আলম, নিজাম উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন বিটু, জামাল হোছাইন প্রমুখ।
এছাড়া বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।