যাযাদিপ্র ডেস্ক
অদৃশ্য শক্তি মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশ ছেড়ে পালাতে পারবে না।
রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে।
তিনি বলেন, বিএনপি সংস্কারের বিরোধী নয়।
কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে।
সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকারের দীর্ঘসময় ক্ষমতায় থাকার অভিপ্রায় আছে কিনা- তা নিয়ে সংশয় প্রকাশ করে গয়েশ্বর বলেন, দীর্ঘদিন পরে এখন কেন সারাদেশে হামলা হচ্ছে- তা নিয়েও জনমনে প্রশ্ন আছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসে প্রমাণ হয়ে গেছে। বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না, এটা হতে পারে না।
সংস্কারের কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।